OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Saturday, September 7, 2019

এবার শুরু হলো ফেসবুক ডেটিং সেবা


এবার শুরু হলো ফেসবুক ডেটিং সেবা

এখনকার ব্যস্ত সময়ে অনলাইনে পরস্পরকে পছন্দ করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে অনেকেই আগ্রহী।বিষয়টি কাজে লাগাতে চাইছে ফেসবুক।যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতি বার শুরু করে দিয়েছে ফেসবুক ডেটিং সেবা রা ম্যাচমেকিং ফাংসন।
ফেসবুক তাদের এক ব্লগ পোষ্টে জানিয়েছে ফেসবুক ডেটিং নামের এই সুবিধা ব্যবহারকারীকে অর্থপূর্ন সম্পর্ক তৈরি করতে সক্ষমতা দেবে।এতে দুই জন ব্যাক্তি উপর পরস্পরের যা অগ্রহ তা মিলিয়ে দেখাবে।এতে ম্যাচ ডটকম সাইট গুলোর সঙ্গে সরাসরি প্রতিযুগিতায় নেমে পরলো ফেসবুক।ফেসবুক ডেটিং প্রোফাইলের সঙ্গে ইনস্টাগ্রাম ব্যাবহার কারি তার পেষ্ট সরাসরি যুক্ত করতে পারবে।
ফেসবুক এ সেবা যথেষ্ট নিরাপদ প্রকৃতি ও বাছাই করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।এত ব্যাবহার কারি চাইলে অন্য কাউকে ব্লক করে দিতে পরবে বা তার বিরুদ্বে অভিযোগ জানাতে পারবে।
১৮  বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে পৃথক ডেটিং প্রোফাইল খেলার সুযোগ থাকবে।যারা এ সেবার সঙ্গে যুক্ত  হবে তখন অন্যদের সঙ্গে যুক্ত হবার পরামর্শ  দেবে ফেসবুক।
কোনো ব্যাক্তি যদি কারো প্রোফাইল দেখে অগ্রহি হয় তবে তিনি লাইক বাটনে ক্লিক করে লাইক করে বা মন্তবো করে জানাতে পারবে ।যদি পরস্পরের সঙ্গে পছন্দে বিষয় গুলি না মেলে তবে ব্যাবহারকারি তা অন্য কারো কাছে পাঠিয়ে দিতে পারবে।

No comments:

Post a Comment

md jahirul islam