
চিনি খেতে হবে পরিমান মত
কোমল পানীতে আর চিনি আছে মন্ডা , মিঠাইতেে এমন আনেক খাবার আছে যাতে চিনি লুকারো থাকে।চিনি আমাদের শরিলে ওজন বৃদ্বি করে।চিনিতে রয়েছে প্রচুর ফ্যাট যা আমাদের শরিরের ওজন বৃদ্বি করে খাকে আমাদের উচিত চিনি জাতিয় খাবার কম খাওয়া।
খেতে হবে প্রচুর আশ
শরীরের ভেতরে খাদ্য পরিপাকের হার হয় ধীর আশের জন্য।তাই এনার্জি মনি থাকে সুস্থিত।পেটও থাকে দীর্ঘ মেয়াদি ভরাট।তাই ওজন বজায় রাখতে আশ জাতিয় খাদ্য বেশ সহায়েক।খাদ্য আশ থাকলে কমে নানা রোগের ঝুকি। যেমন - ডায়েবেটিস,কলোন ক্যান্সার কোষ্টবদ্বতা ইত্যাদি।মেয়েদের প্রযোজন দিনে ২৫ গ্রাম ,আনেকেই ১০-১৫ গ্রাম এর বেশে গ্রহন করে না।পানিও পান করলে আশঁ সহজে চলে যায় অন্ত্র দিয়ে।প্রতিদিনের খাবার তাদিকায় ধীরে ধীরে যোগ করুন আশঁ জাতিয় খাবার।খেতে পারেন নানা রকমের বীজ ও শুটি ,অংকুরিত ছোলা দুগডাল,স্যালাদের উপরে ছরিয়ে দিতে পারেন।প্রেটিন খেতে হবে যথাযথ পরিমানে।
কম আমিষ খেলে ক্ষুধাকে দাবিয়ে রাখা যাবে না।তখন অমনোযোগের খাওয়া হয় বেশি বাড়ে শরিরের ওজন।পেট ভরাট দীর্ঘ খুন রাখতে প্রেটিনের অবদার অনেক ।দুই টুকরো টোষ্টের সঙ্গে ডিমের পোচও চাই প্রতি বার।মেয়েদের প্রতিদিন প্রটিন চাই ৪৬ গ্রাম ।প্রতি বেলায় খাবারে ও স্ন্যাকসে চাই একটু হলেও প্রটিন ।ডিম ও লো-ফ্যাট দধি লো- ফ্যাট কটেজ পানি ,স্যালাডের উপর বাদাম ও বীজ সুপ সয়া সবুজ ডাল ইত্যাদি।
লাল মাংস ও প্রক্রিয়া জাত গোস্ত বেশি ভাওয়া যাবে না।
মাংস হলো প্রটিনের খুব ভালো উৎস।প্রতি ১০০ গ্রাম মাংসে প্রটিন থাকে ২১ গ্রাম ,তবে আমেরিকান ক্যান্সার সোসাইটির সূএ অনুযায়ি লাল ও প্রক্রিয়াজাত মাংসের সঙ্গে কলোন ক্যান্সারের জোরালো সম্পর্ক রয়েছে।আমরা অনেকেই বড় বড় টুকরার মাংস খাই যেমন তিন আউস।আমাদেরকে মাংস কম খেতে হবে।
আরো কিছু সাস্থ্য টিপস
দাতে ব্যাথা কমানোর ১০ পরামর্শ
কমলার উপকারিতা জানলে অবাক হবেন
সিজারে বাচ্চা নেয়ার ক্ষতিকারক দিক
No comments:
Post a Comment
md jahirul islam