OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Sunday, May 12, 2019

ভাজ করা স্মার্টফোন আনবে গুগল/ফোল্ডেবল ফোন

 স্মার্টফোন দুনিয়া এখন চলছে ‍ফোল্ডেবল বা ভাজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনোর প্রতিযোগিতায়।ইতোমধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং হুয়াওয়েসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান ।এরই মধ্যে পর্দায় ক্রটির কারনে গ্যালাক্রি ফোল্ডার সরবরাহ বিলম্বও করেছে স্যামসাং।গুগল পিছিয়ে থাকবে কেন এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ,ফোল্ডাবল স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে গুগল।গত মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপারদের সম্মেলনে এ কথা জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ।ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেম ফোল্ডাবল ফোন সমর্থন করবে বলে ঘোষনাও দিয়েছে। তবে এখনই বাজারে আসবে না পিক্রেল  ব্রান্ডের ফোল্ডবেল স্মার্টফোন।

গুগলে কর্তৃপক্ষ বলেছে,ফোল্ডেবল প্রযুক্তি এবং ভাজ করা পর্দার প্রোটোটাইপ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে তারা তবে এ ফোন বাজারে অনতে তাদের তারাহুরো নেই।প্রযুক্তি সাইট সিনেটকে স্মার্টফোন বিভাগের প্রধান মারিও কুইরোজ বলেন,ভাজ কা প্রযুক্তিটির রপ্রাটোটাইপ নিয়ে কাজ করছি।তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো পন্যের ঘোষনা দেওয়ার সময় আসেনি।
কুইরোজ বলেছেন, এখনো ফোল্ডেবল ফোনের সঠিক ব্যাবহার সম্পর্কে নিশ্চিত নয় গুগোল ফোল্ডেবল ফোন জনপ্রিয়তা পেতে এখনো কয়েক বছর সময় লাগবে বলে মনে করেন তিনি।
সম্প্রতি গুগলের ফোল্ডেবল প্রোটোটাইপ ফোনের পেটেন্ট মাসনে এসেছিল।তখন থেকেই ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ার জল্পনা কল্পনা শুরু হয়।

আরো প্রযুক্তি সম্পর্কে জনতে
কম দামে ভালো ল্যাপটপ
কম দামে বাজারে এলো স্যামসাং এর স্মার্টফোন

No comments:

Post a Comment

md jahirul islam