OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Saturday, May 11, 2019

কম দামে ভালো মানের ল্যাপটপ /পাচটি ধামাকা ল্যপটপ গিফট আফার


কম দামে ভালো মানের ল্যাপটপ /পাচটি ধামাকা ল্যপটপ গিফট আফার




ইদ উপলক্ষে সাশ্রয়ী দামে  সেরা ল্যাপটপ বিক্রি করে ইতোমধ্যে ক্রেতাদের মন জয় করেছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ।ব্র্যান্ডটি শিক্ষার্থী এবং বাজেট প্রেমী ক্রেতাদের জন্য 5 টি উপহার ঘোষনা করেছে।এই ব্র্যান্ডের যে কোনো মডেলের ল্যাপটপ কিনলে পাওয়া যাবে 32 জিবি পেনড্রাইব ,ওয়্যারলেস মাউস,ল্যাপটপ কুলার , ব্যাগ এবং টির্শাট।

অফারটি দেশের প্রযুক্তি পন্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্সের ঢাকার আইডিবি, বনানী,উওরাএলিফ্যান রোডের মাল্টিপ্লাস সেন্টার ,শান্তিনগর ইষ্টান প্লাজা,চট্রগ্রামের আগ্রাবাদ ও জিইসি ,রাজশাহী,বগুরা ,খুলনা,রংপুর ,বরিশাল এবং ময়মনসিংহ শো রুমে পাওয়া যাবে।

কম দামে ভালো মানের ল্যাপটপ /পাচটি ধামাকা ল্যপটপ গিফট আফার
অফারের আওতায় রয়েছে আইলাইফের সর্বাধিক বিক্রীত মডেল জেড এয়ার।এই ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ 10 অপারেটিং সিষ্টেম,14” ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুুল ইন্টেল কোয়াড কোর প্রসেসর।



জেনুইন উইন্ডোজ অপারেটিং সিষ্টেম থাকায় চমতকার পারফরমেন্স দেবে ল্যাপটপটি ।এই বাজেট সাশ্রয়ী ল্যাপটপটিতে শিক্ষার্থী এবং অফিস এক্রিকিউটিভরা প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে পারবেন।গুরুত্বপূর্ন ইমেইল, প্রেজেন্টেশান,ইন্টানেট ব্রাউজিং,মাইক্রোসফট অফিস ইত্যাদি কাজও অনায়াসে করা যাবে।1.2 কেজি ওজনের স্লিম ল্যাপটপটি সহজে বহন যোগ্য।আকর্ষনীয় ডিজাইন ,সিলভার এবং গ্রে কালারের এই ল্যাপটপটিতে 7-8 ঘন্টা ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে।অফারটি দেশের যে কোনো প্রাস্তে থেকে অনলাইনে অথবা ফোনে অর্ডার করে কেনা যাবে।

>আইলাইফের প্রতিটি পন্যের সঙ্গে রয়েছে এক বছরের ব্রান্ড ওয়ারেন্টি।ষ্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে রমজান মাসব্যাপী।যে কোনো বংকের ডেবিট কিংবা ক্রেডিচ কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাদ্যমেও পেমেন্ট করা যাবে।

No comments:

Post a Comment

md jahirul islam