কমলা
কমলার
উপকারিতা ও পুষ্টিগুন :
দৈনিক আমাদের
যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার প্রায় সবটাই ১ টি কমলা থেকে সরবাহ হতে পারে।
কমলাতে
উপস্হিত এন্টি অক্রিডেন বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সহয়াতা করে।
কমলায়
উপস্হিত বিটা ক্যারটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহয়াতা করে।
এতে উপস্থিত
ক্যালসিয়াম যা দাত ও হাড়ের গঠনে সাহায্য করে।এতে ম্যাগনেসিয়াম থাকার কারনে ব্লাড প্রেসার নিয়ন্তনে রাখতে সাহায্য করে।
এতে উপস্থিত পটাশিয়াম
ইকেট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডি ও ভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সাহায্য
করে।
গবেষনায় জানা
গিয়েছে যে কমলাতে উপস্থিত লিমিনয়েড,মুখ,ত্বক,ফুসফুস, পাকস্থলী কোমল ও স্তন
ক্যান্সার প্রতিরোদে সাহায্য করে থাকে।
ডায়াবেটিস
প্রতিরোদে সাহায্য করে এন্টিঅক্রিজেন্ট থাকার কারনে ওজন কমাতে সাহায্য করে।
১০০ গ্রাম কমলাতে আছে
- ভিটামিন বি-০.৮ মি.গ্রাম
- ভিটামিন সি -৪৯মি.গ্রাম
- ক্যালসিয়াম -৩৩ মি.গ্রাম
- পটাসিয়াম -৩০০মি.গ্রাম
- ফসফরাস -২৩ মি.গ্যাম
No comments:
Post a Comment
md jahirul islam