গ্লোবাল টেকনোলজি লিডার বাংলাদেশের কান্ট্রি জেনারেল শওমি , আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে একটি আকর্ষনীয় অফার ঘোষনা করেছে। গ্রহকরা শাওমির টপসেলিং স্মার্টফোন রেজমি ৭, রেডমি ওয়াই ৩ এবং নোট ৭ প্রো কিনে পূজা নোটব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।
২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ তেকে চালু হওয়া অফারটিতে গ্রাহকরা রেডমি ৭ ও রেডমি ওয়াই ৩ এর ৩ জিবি + ৩২ জিবি ভার্শনের ফোনে পাচ্ছেন ফ্ল্যাট ১০০০ টাকার মূল্যছাড়। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত দেশ জুরে শাওমির সকল শরুম বা শাওমির পাটনাদের যে কোনো জাযগা থেকে ফোন কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন।
অফার প্রসঙ্গে শওমির বাংলাদেশ কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চেীধুরী বলেন, দূর্গাপূজা খুবই আড়ম্বরপূর্ন একটি ধর্মীয় উৎসব, যা বাংলাদেশে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়।
উৎসরেরআনন্দকে আরো বাড়িয়ে দিতে আমাদের মি ফ্যানদের জন্য অনেষ্ট প্রাইজে শাওমির সেরা ফোন কেনার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।
এবারের দুর্গাপূজা আরো বেশি উপভোগ্য হয়ে উঠুক এবং সকলের ন্য কল্যান বয়ে নিয়ে আসুক।
No comments:
Post a Comment
md jahirul islam