OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Sunday, September 15, 2019

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছারেন।


লিভারপুল ও রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছারেন।
গুগল
রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের জয় নিয়ে তারা মাঠ ছারেন।রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের মাঠে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে জয়ে নিয়ে মাঠ ছারেন।ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে ।রিয়াল অবশ্য প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়।বেনজেমার জোড়া গোলের পাশাপাশি গোলের খাতায় নাম লেখান মিডফিল্ডার ক্যাসেমিরো।আরো গোলের আশায় ক্যাসেমিরোকে তুলে এডেন হ্যাজার্ডকে নামান কোচ  জিনেদিন জিদান।ফলে রিয়ালের জার্সি গায়ে অভিষেক হয় বেলজিয়ান তারকার। ৪৯ মিনিটে সাবেক রিয়াল ফরোয়ার্ড রোহান মায়োরাল আর ৭৫ মিনিটে গনজালো মালেরো গোল করলে আবারও ড্রয়ের শঙ্কায় পড়ে স্বাগতিক দলটি।শেষমেশ অবশ্য সব শঙ্কা উড়িয়ে দিয়ে এক গোলের ব্যবদানে মাঠ ছাড়ের রিয়াল।এদিকে লিভারপুল সাদিও মানের জোড়া ও মোহামেদ সালাহর লক্ষ্যভেদে নিউক্যাসলের বিপক্ষে অনায়াস জয় পায় ।

No comments:

Post a Comment

md jahirul islam