OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Monday, January 7, 2019

ভিকির সঙ্গে কিয়ারা অভিনয় করতে পারছেন না


ভিকির সঙ্গে কিয়ারা অভিনয় করতে পারছেন না


ভিকির সঙ্গে কিয়ারা অভিনয় করতে পারছেন না
ভিকি কুশল ও কিয়ারা আদভানির জুটিকে নেটফ্লিক্রের লাষ্ট ষ্টোরিজ ছবিতে দারুনভাবে গ্রহন করেছিলেন দর্শক । কারন জোহর সেই অমনিবাস চলচ্চিত্রের ওই নিদিষ্ট অংশের পরিচালক ছিলেন ।বিকি  কিয়ার  করন ত্রই ত্রয়ীকে আবার একিসঙ্গে পর্দায় পাওয়ার একটি সুযোগ এসেছিল,কিন্ত সুযোগটি কাজে লাগানোর গেলো না কিয়ারা ফিরিয়ে দিলেন করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের নতুন ছবির প্রস্তাব ।সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনযের জন্য এরই মধ্য চুক্তিবদ্ব হয়েছেনি ভিকি কুশল।যদি কিয়ারা ধর্ম প্রোডাকশনের নতুন ছবির প্রস্তাবটি ফিরিয়ে না দিতেন তাহলে লাষ্ট ষ্টোরিজ এর মতো আবার পর্দায় ভিকি ও তার রসায়ন দেখা যেত। এবারের ছবিটি ও প্রেমের গল্পের।পরিচালনা করেছেন ভানু প্র্রতাব সিং।কিন্তু কিয়ারা তার হাতে থাকা একগাদা কাজের কারনে প্রস্তাবটি ফিরিয়ে দেন।তবে ভিকি কুশল হাতছাড়া করেননি সুযোগ। তিনি করনের ধর্ম প্রোডাকশনে রীতিমতো নিজের ঘাটি বেদে বসেছেন  ।অভিনয় করেছেন আলিয়া ভাটের বিপরীতে রাজি ছবিতে।এরই মধ্যে করন  জোহর পরিচালিত ও প্রযোজিত তারকাবহুল তখন ছবিতে গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ব হয়েছে  । এবার  খবর এল একই প্রযোজক প্রকিষ্ঠানের আরও  একটি ছবির নায়িক হওয়ার ।কিন্তু কিয়ারা ঠিক ধর্ম পোডাকশনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না।এক সূএ বলেছেন ‍ভানু প্রতাপ সিং য়ের ছবিতে কিয়ারার চরিএটি খুবই সংক্ষিপ্ত ।তা ছাড়া ওই ছবির শুটিংয়ের সময় কিয়ারা আরেক ছবির শুটিংয়ে ব্যাস্ত থাকবেন। তাই ইচ্ছা থাকলেও ভিকির সঙ্গে অভিনয় করতে পারছেন  না কিয়ারা আদভানি ।

No comments:

Post a Comment

md jahirul islam