বিগ লিটাল লাইস দিনক্ষন জানালেন নিকোল
ব্যাক্তি জীবনের কোন সুখবর নয়।অভিনেএী নিকোলা কিডম্যান 52 তে এসেও কাজ নিয়ে মহাব্যাস্ত ।একের পর এক সিনেমায় আর টিভি সিরিজে কাজ করে যাচ্ছে তিনি। এবার তিনি ভক্তদের দিলেন তার জনপ্রিয় সিরিজ বিগ লিটল লইস এর নতুন কিস্তির খবর।জানালেন নতুন কিস্তির প্রচার শুরুর সময়।
গত সপ্তাহে সি এন এনের বছর শুরুর একটি বিষেশ অনুষ্ঠানে যোগ দেন হলিউড অভিনেএী নিকোলা কিডম্যান ও তার স্বামী সংগীতশিল্পি কেইথ আরবান।সেখানে নিকোলকে প্রশ্ন করা হয় 2019 এ দর্শকের সামনে কি চমক নিয়ে আসছিন তিনি।জবাবে নিকোলা তার বহুল প্রতীক্ষিত সিরিজ বিগ লিটল লাইস এর খবর জানান।এর নতুন কিস্তি প্রচার শুরুর সময়টি জানিয়ে দেনভক্তদের ।
নিকোলা বলেন আমরা জুন মাসের অপেক্ষায় আছি।সবাই চাইছি জুনেই বিগ লিটাল লাইস এর প্রচার শুরু করতে।এ জন্য শেষ মুহুতের কাজ খুব দ্রুত এগিয়ে নিচ্ছি। এখনো কাজ চলছে।এই টিভি সিরিজের জন্য গত বছর নিকোলা কিডম্যান জিতেছেন এমি আর গোল্ডেন গ্লোবসহ অনেক সম্মানজনক পুরুস্কার।এবার এই সিরিজের দ্বিতীয় কিস্তি নিয়ে সবার প্রত্যাশা আরও বেশি।কারন গত কিস্তির তারকাাদের পাশাপাশি এবারের নতুন মৌশমে যুক্ত হয়েছেন অস্কারজয়ী প্রখ্যাত অভিনেএী মেরিল স্ট্রিপও।
তাই মেরিল ও নিকোলের অভিনয় মাধুর্য এক ফ্রেমে দেখার জন্য হলিউডপ্রেমীরা রীতিমতো মুখিয়ে আছেন ।জুন মাসে বিগ লিটল লাইস এর প্রচার শুরুর আভাস সেই উৎসাহী দর্শকদের ব্যাকুলতা আবোর আরোবেড়ে গেল
No comments:
Post a Comment
md jahirul islam