বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কাজী হায়াতের বীর ছবিতে শাকিব খানের নাইকা থাাকবেন ছোট পর্দার অভিনেএী তানজিন তিশা।এ ব্যাপারে প্রাথমিকভাবে তিশার সঙ্গে কথাও হয়েছিল ।কিন্তু এখন শোনা যাচ্ছে তিশা নয় এই ছবিতে শাকিব খানের নাইকা হচ্ছে বুবলী।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির দুইজন প্রযোজকের একজন এমডি ইকবাল।তিনি বলেন আমার তিশাকেই এই ছবিতে শাখিব খানের নাইকা হিসেবে নিতে চেয়েছিলাম।গত মঙ্গলবার চুরান্ত মিটিং করেছি কিন্তু তিশার সঙ্গে সময় না মেলায় তাকে সিয়ে কাজ করছি না।এখন বুবলীকে চুরান্ত করেছি।তিনি শাকিব খানের নাইকা হিসেবে বীর ছবিতে আভিনয় করবেন।
ছবির নায়ক শাকিব খান নিজেও এই ছবির আরেক জন প্রযোজক ।তিনিও জানিয়েছেন,বুবলীই বীর ছবির নাইকা হবে ।বিষয় নিয়ে তানজিন তিশার সঙ্গে কথা হলে কতনি বলেন ,এর আগের বিষয়টি নিয়ে ফোনে একাধিকবার আলাপ-আলোচনা হয়েছে।গত মঙ্গলবার আমরা প্রযোজকসহ আমরা বসেছিলাম কিন্তু সামনে আমার ভালোবাসা দিবসে একাধিক নাটাকের শুটিংও অষ্ট্রিলিয়াতে ও শুটিং যাওয়ার কথা আছে।সবকিছু মিলিয়ে কাজটি করা হচ্ছে না। 12 জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বীর ছবির শুটিং শুরু হবে।10 ফেব্রুয়ারি টানা চলবে এই শুটিং।প্রযোজক জানান ,আগামি পয়লা বৈশাখে বীর ছবিটি মুক্তির কথা আছে।
No comments:
Post a Comment
md jahirul islam