নেইমারের নৈপুন্যে পিএসজির সহজ জয়
ছুটি থেকে ফিরেই পিএসজিকে অনায়াস জয় এনে দিলেন নেইমার ।তার এক গোল এবং একটি যোগানে ভর করে ফ্রেঞ্চ কাপে পতিভির বিপক্ষে ৪-০ গোলের জদয় পায়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে প্রতিযোগিতার নবম রাউন্ডের ম্যাচে পঁতিভির মুখোমুখি হয় পিএাসজি।প্রতিপক্ষে তুলনামুলণক ভাবে অনেক দুর্বলহলেও লম্বা বিরতির পর শক্তিশালী দল নিয়েই খেলতে মাঠে নামে পিএসজির কোচ থমাচ টুখেল।ম্যাচের ২৪ তম মিনিটে স্বাগতিক পঁতিভির ফরাসি মিডফিল্ডার সিলভার আত্নঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি।
৭০ তম মিনিটে মুসা দিয়াবির পাস ডি বক্রো গেয়ে ডান পায়ের শটে ব্যবদান দিগুন করেন দলের সবচেয়ে দামী খেলোয়ার নেইমার।৭৭ তম মিনিটে ফরাসি ফর্রোয়াড কিলিয়ার এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি।স্পট কিক থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে ।৮৭ মিনিটে নেইমারের বাড়ানো বল খুজে পায় জামার্নি মিডফিল্ডার জুলিয়ার ড্র্যাক্ললারকে।সেখানে থেকে পঁতিাভর কফিনে শেষ পেরেকটি মারতে ভুল করেননি তিনি।৪-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড় েফরাসি চ্যাম্পিয়ানরা।
পঞ্চম সারির দল পঁতিভির বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়ার পর কোচ টুখেল জানান , আমি এমনই একটা ম্যাচ আশা করছিলাম।যদি আপনি গুরুত্ব সহকারে খেলেন তবে পঞ্চম সারির দলের পক্ষে আমাদের হারানো সম্বব নয়।এটাই আমার দল করেছে।
টুখেল আরও বলেন ,আমরা খুবই তীব্র এবং গুরুত্ব দিয়ে দুটি অনুশিলন পর্ব সেরেছি।তাই ম্যাচে আগে আত্নবিশ্বাসীই ছিলাম আমি।
বড় জয় পেলেও প্রথমার্ধে এক গোলের অগ্রগামিতা নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।টুখেল জনান প্রতিপক্ষ বেশ সুসংগঠিত হওয়াতেই এমনটা হয়েছে।পিএসজি কোচর ভাষায় এটা সহজ ছিল না মোটেও কেননা প্রতিপক্ষ বেশ সুসংগঠিত ছিল এবং আমরাও সহজভাবে কিছু বল হারিয়েছে।চুরান্ত পাসগুলো নিখুদত হচ্ছিল না আমাদের ,যার ফলে প্রথম অর্ধে দুই কিংবা তিন গোল করা সম্বব হয়নি। এর চেয়ে ও ভালো খেলার যোগ্যতা আছে পিএজির কিন্তু টুখেলের মতে এই ম্যাচ এর চেয়ে বেশি কিছুর প্রযোজন ছিল না তার শিষ্যদের। তিনি বলেন ,আমার আরও ভালো খেলতে পারি কিদন্তু এর প্রযোজন ছিল না আজ আর তাই আমি মনে করি নতুন বছরটা ভালোভাবেই শুরু হয়েছে আমাদের
No comments:
Post a Comment
md jahirul islam