এক টেষ্ট নিষিদ্ব হলেন ডু প্লেসিস
সেঞ্চুরি করে কেপেটাউনে জিতিয়েছেন দলকে ।অথবা জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেষ্টেই থাকছেন না আধিনায়ক ফাক ডু প্লেসিস।কারন মন্হরগতির ওভারে রেটের জন্য তাকে এক টেষ্ট নিষিদ্বকরেছে ক্রিকেটের নিয়ন্তক সংস্হা আইসিসি।শুধু তাই নয় ,ম্যাচফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার।অধিনায়ক ছাড়াও প্রোটিয়া একাদশের বাকি দশজনকেও ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করেছেআইসিসি। আইসিসি ২.২২.১ এর ধারা অনুযায়ী কোন দল যদি মন্হর ওভার রেটে ধরা পড়ে তাহলে পুরো দলকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা দিতে হবে এবং অধিনায়কেদিতে হবে ২০ শতাংশ।১২ মাসের মধ্যে এই ঘটনা দ্বিতীয় বার করলে এক ম্যাচনিষেধাঙ্গা দেয়া হয় অধিনায়ককে।গেল বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেষ্টেও স্লো ওভার রেটের কারনে জরিমানা গুনেছিলেন ডু প্লেসিস। একবছরের মধ্যে সেই ভুল দ্বিতীয়বার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে।
No comments:
Post a Comment
md jahirul islam