অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে ক্যটিরিনার প্রেমের গল্প কে না জানে ।কয়েকমাস প্রেম নিয়ে লুকোচুরি করলেও তারা প্রকাশ্যে এক সময়।তবে সেই ও প্রেম খুব বেশি দিন টিকেনি।সেটা নিয়ে বলিউড ছিল তোলপার ।কিন্তু বিচ্ছেদের সেসয়গুলোর কথা মনে উঠলে ক্যাটরিনা কি এখন কি দুংখ পায় কেনবা বিচ্ছেদির পর কেমন কেটেছিল ক্যাটরিনার জীবন।সম্পিতি তিনি না বলা অনেক কথা বলেছেন জনপ্রিয় ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন কেভোগ-এ।ক্যাটরিনা বলেন এখন মনে হয় সেসব আমার জন্য আর্শিবাদই ছিল।কারন আমি নিজেকে চিহ্নিত করতে পেরেছিলাম ।আমার চিন্তার পদ্বিতি পুরো জীবন নিয়ে আনুদাবন করতে পেরেছিে।এক দম ভিন্ন পরিপ্রেক্ষিত থেকে যে সব দেখতে পারি এখন ।ক্যাটরিনা আরো বলেন এটা সম্বব আমার জীবনে প্রথম ঘটনা যখন আমি সত্যি নিজের কথা ভাবছিলাম এবং তুমি নিজের দিকে তাকাবে প্রায় তুমি প্রথম যে ব্যাপারটা আনুথাবন করবে তা হলো সত্যি তুমি নিজেকে চেনা না ।এটা না জানার সময় অস্তস্তির সময়।কারন তুমি তোমার প্রকৃত রুপটি দেখেছোআর তুমি জানো না কে তুমি।এখন কি কষ্ট অনুভব করেন ক্যাটরিনা এ ধরনের আবেগে এখন আর বিস্বাসী না।তিনি বলেন একের প্রতি নির্ভরতার আবেগ এখন এই গ্রহে ফিকে হয়ে গেছে।জীবনে যে সিন্দান্তই আসুক না কেন সেটাই সেরা সিন্দান্ত ।কারন এই সিন্দান্ততুশি নিয়োছমুম্বাই সদ্য বিবাহিত তারকা যুগল দীপিকা পারুকোন ও রনবীর সিংহে বিবাহোওর সংবর্ধনা হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। খুবি সাদামাটা সারি পরে নবদম্পিকে শুবকামনা করতে গিয়েছিল এক সুন্দির ।এছাড়া তিনি এখন ব্যাস্ত সালমান খানের সঙ্গে ভারত ছবির শুটিং নিয়ে। সালমান খানের সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনার ।সেই সম্পর্কও টেকেনি।এদিকে ২১ ডিসেম্বর মুক্তি পাবে ক্যাটরিনার অভিনিত জিরো।
Wednesday, December 5, 2018
প্রেম বিয়ে নিয়ে ক্যাটরিনার আক্ষেপ বিনোধন জগত News bd
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
md jahirul islam