OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Tuesday, December 4, 2018

নেইমার আবারোও ইনজুরিতে খেলার খবর News

সম্পর্কিত ছবিচোট যেন নেইমারের পিছু ছারছে না তিনি একের পর এ ব্যাথা পেয়ে যাচ্ছেন ।গতকাল পিত্রসজির হয়ে মাঠে নামেম তিনি ।কোচ টুখেল ম্যাচ পরবতী সংবাদ সম্মেলনে ম্যাচের প্রতি্ক্রিয়ার  চেয়ে নেইমারের ইনজুরি নিয়ে বেশি  ব্যাস্থ ছিলেন ।আন্তজাতিক ফুটবলে বিরতিতে জাতিয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পায় নেইমার।এ কারনে তুলুসের বিরুদে খিলতে পারেননি তিনি।কোচের মতে সেই চোটটি পিরে এসেছে পিএসবির তারকার।তিনি বলেন ,আমি মনে করি সেই একই চোট ।কিন্তু আমি তা এখন দেখিনি।েএরপরও শিগগিরি ব্রাজিল তারকাকে ফিরে পাওয়া যাবে এ ব্যাপারে আশাবাদ ব্যাখত করেছে টুখেল।তিনি বলেন আমাদের সর্তক তাকতে হবে ।সে বলেছিল আজ খেলতে কোন সমস্যা নেই তার ।আশা করি ষ্টাসবুর্গ খেলাটির পরপরি তাকে আমরা ফিরে পাবো ।ড্র করার সত্বেও টুখেল মনে করেনভালোই খেলেছে তার দল।তিনি বলেন প্রথম অর্ধে আমরা বেশ ভারো খেলেছিলাম।আমরা বেশ মনোযোগি ছিলাম এবংসমর্থ পুরোটা ঢেলে দিয়েছিলাম।তবে ডিএআরের উপর তিনি কিছুটা ক্ষোব জেরে তিনি বলেন নেইমারকে করা ফাউলটি কি পেলান্টির যোগ্য ছিল!হ্যা এবং তারা(ডিএআর)এতে চোখ দেয়নি তারা ।মারাত্নক ফাউল ছিল সেটি।এর পর  অমরা যে বৈদ গোলটি করলাম তখন তিনি সেটা পাচ মিনিট ধরে দেখলেন তিনি কিন্তু আগেরটা জন্য তা কিছু না।আমাদের চিন্তা করা ভাতদিয়ে তা ব্যাখ্যা করা শুরু করতি হবে।রেফারি সে গুলো ভুলে গিয়ে ছিলেন ,প্রথমটা হয়তো আমাদে ২-০ গোলেএগিয়ে দিতে পারতো আর তা হলো সব কিছু ঠিক হয়ে যেত ।টুলেখ আরো বলেণ তাই এটা একটু কঠিন কারন আমরা ভালো একটি ম্যাচেই খেলেছিলাম ।তবে দ্বিতীয়াধ্বাপ্রথম কয়েক মিনিট আমরা তীক্ষনতা হারিয়ে ফেলছি এবংবোর্দ একঠিগোল পাবার সুযো ছিল ।কিন্তু আমাদের তীক্ষ্নতা এবং সুযোগ পরে আবার ফিরে এসেছিল ,যা ব্যাখা করা কঠিন হবে। 

No comments:

Post a Comment

md jahirul islam