OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Saturday, December 8, 2018

Football মেসি রোনালদো একসঙ্গে news খেলার খবর

লিওনেন মেসি ও ত্রিুশ্চিয়ানো রোনালদোকে সচরাচর একসাথে দেখা যায় না।কালেভদ্রে তাদের দেখা মিলতো ব্যালন ডি অর কিংবা ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে ।এর মধ্যই খবর মিলেছে দুইজনকে আবার একসাথে দেখা যাবে ।স্পানিশ পত্রিকা এএস এর খবর সঠিক হলে আগামি রবিরার কোপা লির্বাতাদোরসের ফাইনালে দুই জন রিয়াল মাদ্রিদের মাঠে হাজির থাকবে ।মেসি ইতিমধ্যে স্পানিশ  ফেডারেশনের মাধ্যমে ফাইনালির টির টিকেট সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন পত্রিকাটি ।রোলানডোর টিকেটের জন্য সরাসরি ক্লাবটির কাছে জানিয়েছেন ।সেক্ষেত্রে চলতি বছরের মাঝামাঝিতে জুভেন্ডাসে চলে যাবার পর এমনটাই হবে তার রিয়ালে ফেরা।এদিকে রিভার ও বোকার খেলাটি দেখার ব্যাপারে ইউরোপে ব্যাপক সাড়া পড়েছে। স্পানিশ ফেডারেশনটি সব পক্ষের কাছে আনুরোদ পাচ্ছে।মেসির পাশাপাশি স্পেনের প্রথম ও দ্বিতীয়  বিভাগে খেলোয়াড়রা এবং ইউরোপ ওআমেরিকার কোচরাও খেলাটি দেখতে চান বলে জানিয়েছে।উল্লেখ্য বোকার মাঠে অনুষ্ঠিত ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।কিন্তু ফিরতি ফাইনাল শুরু কয়েক ঘন্টা আগে িরভার ষষ্ঠ েডিয়াম আসার পথে কিছু উগ্যবাদীর শিকার হয় বোকার বাস। অগহত্যা  ফাইনালিট ইউরোেপ পাড়ি জমায়

No comments:

Post a Comment

md jahirul islam