আগামিকাল শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট। তিন দিনে শেষ হওয়া চট্রগ্রাম টেস্টের পর ঢাকায় ফিরেই প্রতিদিন আনুশীলন করেছেন মুশফিকুর রহিম।মিরপুর টেস্টের প্রসততি ম্যাচ চলাকালীন গত কাল ডান হাতের ব্যাথা পায়েছে ডানহাতি ব্যাট ম্যান সকালে মিরপুর
স্টেডিয়ামে ইনডোরে ব্যাটিংয়ের সময় এই চোট পায় তিনি।
পরে অবশ্য দ্রুত এক্রারে করা হয়েছে।ভালো খবর এক্রারে কোন চিড় ধরা পরে নাই।তবে ব্যাথা থাকায় আর অনুশীলন করেননি মুশফিক।
বিসিবির প্রাধান চিকিৎসক দেবাশীষ চোধুরী গত কাল মুশফিকে চোট নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, ও একটু আঙ্গুলে ব্যাথা পেয়েছে।আমরা একটু আগে এক্ররে করেছি। রিপোডে কোন চির পাইনি। আমার মনে হয় এটা কোন গুরুত্বর চোট নয়।তবে যেহেতু একটা ব্যাথা পেয়েছে কাজেই আজ পুরোপুরি বিশ্রামে থাকবে।
এদিকে অগ্রজ ক্রিকেটারের চোটের অবতা জানাতে গিয়ে মুমিনুল হকও বলেছেন, ভালো আছেন মুশফিক। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো আছেন।
আমি যতটুকু জানি ভেঙ্গে গেলোও সে খেলবে।।।
স্টেডিয়ামে ইনডোরে ব্যাটিংয়ের সময় এই চোট পায় তিনি।
পরে অবশ্য দ্রুত এক্রারে করা হয়েছে।ভালো খবর এক্রারে কোন চিড় ধরা পরে নাই।তবে ব্যাথা থাকায় আর অনুশীলন করেননি মুশফিক।
বিসিবির প্রাধান চিকিৎসক দেবাশীষ চোধুরী গত কাল মুশফিকে চোট নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, ও একটু আঙ্গুলে ব্যাথা পেয়েছে।আমরা একটু আগে এক্ররে করেছি। রিপোডে কোন চির পাইনি। আমার মনে হয় এটা কোন গুরুত্বর চোট নয়।তবে যেহেতু একটা ব্যাথা পেয়েছে কাজেই আজ পুরোপুরি বিশ্রামে থাকবে।
এদিকে অগ্রজ ক্রিকেটারের চোটের অবতা জানাতে গিয়ে মুমিনুল হকও বলেছেন, ভালো আছেন মুশফিক। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো আছেন।
আমি যতটুকু জানি ভেঙ্গে গেলোও সে খেলবে।।।
No comments:
Post a Comment
md jahirul islam