সালমান ও আনুশকা কে আবার এক সাথে দেখা যাবে।তারা নতুন ছবিতে তারা এক সাথে অবিনয় করছে।
আলি আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে দেখা গিয়েছে সালমান খান ও আনুশকা শর্মাকে।শোনা যাচ্ছে ফের আনুশকা জুটি বাধছে সালমানের সঙ্গে।এটি পরিচালনা করবেন জনপ্রিয় নিমাতা সঞ্জয় লীলা বানসালি।আনুশকার নাম প্রস্তাব করেছে সয়ন সালমান খান ।তবে এ প্রসঙ্গে ত্রখনো মুখ খুলেননি আনুশকা ।অন্যদিকে চলতি মাসে মুক্তি পাবে আনুশকা শর্মা অভিনিত জিরো।এতে আরো রয়েছে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ।এ ছবিতে সেরিব্রাল পালসি রোগে ভোগা বিঙ্গানি আফিয়া ই্উসুফজাইয়ের চরিত্রে আভিনয় করছেন আনুশকা ।শাহরুখ বামন বাউয়া সিং চরিত্রে আভিনয় করছেন ।আগামি ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
No comments:
Post a Comment
md jahirul islam