OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Tuesday, December 11, 2018

পিপরা গল্প

#একফোঁটা মধু মাটিতে পরে আছে!
পাশ দিয়ে ছোট্ট একটি পিঁপড়া
যাচ্ছিলো।
মধুর ঘ্রান নাকে ঢুকতেই থমকেহ
দাঁড়ালো
ভাবলো একটু মধু খেয়ে নেই,তারপর না
হয় সামনে যাবো।এক চুমুক খেলো,,,,,,,,
বাহ্,,,খুব মজাতো,আরেকটু খেয়ে নেই!
আরেক চুমুক খেলো।
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু
চেটে খাচ্ছিলো।ভাবলো,
এতো মজার মধু আরেকটু খেয়ে নিলে কি
হয়???
আবার পিছনে ফিরলো,পূর্বে নিচে
থেকে খেয়ে ছিলো।ভাবলো,নিচের মধু
এতো মজা উপরের টা হয়তো আরো মজা
হবে।তাই,আস্তে আস্তে বেয়ে বেয়ে
মধুর ফোঁটার উপরে উঠে গেলো।
বসে বসে আরামছে মধু খাচ্ছে।খেতে
খেতে এক পর্যায়ে পেট ফুলে গেলো।
ঐ দিকে পা দুটো নিজের অজান্তে
আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে।
তখনই হঠাৎ পায়ের দিকে নজর পড়লো
তার।
কিন্তু ততহ্মনে অনেক দেরি হয়ে গেছে।
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে
আপ্রান চেষ্টা করতে লাগলো।
কিন্তু নাহ্,,,,,মধুতে তার সমস্ত শরীর
মাখামাখি অবস্থা।অনেক চেষ্টা
করেও নিজেকে আর উদ্ধার করতে সহ্মম
হলো না।।।।
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে
লাগলো।
অবশেষে,পিঁপড়াটিমধুর ভিতর আটকে
পড়েই মৃত্যু বরন করল,,,,,,!!আমাদের সকলে উচিত কোন জিনিশের প্যতি লোভ নেশি না করা।কারন লোভ মানুষকে ধংস করে দেয়।
আমাদের যতটুকু আছে তা নিয়ে খুশি থাকা।যদি তার চেয়ে বেশি পেতে চাই তা পিপরা মত  দশা হবে।
এই বিশাল দুনিয়াটা একফোঁটা মধুর মত।
যে এই মধুর পাশে বসে হালাল ও
অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেলো।
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে
গিয়ে হালাল-হারাম,বাচ-বিচার না
করে শুধু খেয়েই গেলো,আরেকটু আরেকটু
করতে করতে একদিন সে এর মায়াজালে
আটকে পড়েই মারা যাবে।
তখন আর কেউ তাকে উদ্ধার করতে
পারবেনা।ধ্বংস অনির্বায।তার দুনিয়া
ও আখেরাতের দু'টোই শেষ।হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমীন....

1 comment:

  1. ভালো লাগার মত একটি গল্প।আমার কাছে অনেক ভালো লাগছে।

    ReplyDelete

md jahirul islam