বৃহস্পতিবার প্রিমিয়ার লীগে শীর্ষে পয়েন্টধারী লিভারপুলের মোকাবিলা করবে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। হাই ভোল্টেজ ওই ম্যাচের আগে ইনজুরিতে পড়া মিডফিল্ডার কেবিন ডিব্রুইন ফিরতে পারবেন কি -না বিষয়ে নিশ্চিত নন সিটি কোচ পেপ গার্দিওলা।
বরিবার সাউদাম্পটনকে ৩-১ গোল হারিয়ে টটেনহ্যামকে টপকে টেবিলের দ্বিতীয় অবস্থান ফিরে পেয়েছে সিটি।
তবে এখানে ৭ পয়েন্টের ব্যবধানে েএগিয়ে থেকে শীর্ষে রয়েছে লিভারপুল।েএদিকে লিস্টার সিটি বিপক্ষে বক্রিং পড ম্যাচে হাটুর ইনজুরিতে পড়িন ব্রুইন। ম্যাচে পরাজিত হয় রেকর্ড পয়েন্ট নিয়ে শিরোপা জয় করা গার্দিওলা বাহিনী। কোচ বলেন কেভিনের বর্তমান অবস্থ্ সম্পর্কে আমি জানি না।এই টুকু জানি সেটি গুরুতর নয়। তবে বৃহস্পতিবার তিনি খেলতে পারবেন কি-না সেটি বলতে পারছি না
No comments:
Post a Comment
md jahirul islam