OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Tuesday, January 1, 2019

ছবি প্রকাশে বিতর্কিত দিশা


ছবি প্রকাশে বিতর্কিত দিশা
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কারনে খবরের শিরোনাম হোন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।চলতি সময়ে তিনি ভারত ছবির শুটিং করছেন পাশাপাশি নতুন ফটোশুটে ভক্তদের মাঝে ঝড় তুলেছেন দিশা পাটনি।গত বছরের শুরুতে যেমন বাগি টু -তে অভিনয় করে দর্শকদের ভালোবাসা জিতে নিয়েছেন।বছর শেষেও অব্যাহত রাখলেন সেই ধারা।তবে এবার অভিনয় দিয়ে নয়, বিকিনি শুটে ঝর তুললেন দিশা।
খেয়ে ঘুমিয়ে না জলে নেমে সাতরে নতুন বছর কেমন করে কাটাবেন।এই প্রশ্ন করেই সম্প্রতি ইনস্টানগ্রামে হ্যান্ডেলে একটি ছবি শেয়ার  করেন দিশা।যেখানে সাদা রঙ্গের বিকিনিতে উষ্নতা ছড়াতে দেখা যায়।পছন্দের নায়িকার ওই ছবি ভক্তদের মাঝে ঝর উঠতে শুরু করে।বলিউড অভিনেত্রী ওই ছবি শেয়ার করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পরে।এ নিয়ে বেশ বির্ত কের মাঝে পরে দিশা।
এদিকে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এবার ভারত এর শুটিং শুরু করেছেন টাইগার শ্রফের প্রেমিকা।জীবনে প্রথমবার সালমান খানের সঙ্গে স্কিন শেয়ার করতে পেরে নিজেকে সৌভাগ্যবান  মনে হচ্ছে  বলে মনের ভাব প্রকাশ করেন দিশা।
এদিকে দিশা যখন সালমান খানের সঙ্গে স্কিপ শেয়ার করা নিয়ে উচ্ছাসিত ,সেই সময় টাইগার ব্যাস্ত স্টুডেন্ট অফ দ্যা ইয়ার এর সিক্যুয়েল নিয়ে। 

1 comment:

md jahirul islam