সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অসংখ্যবার হেনস্তার শিকার হয়েছেন বলিউডের সুন্দরি তাপসী পান্নু।তবে হেনস্তার জবাব দিয়েছেন খুবি কম।সম্পতি আরো এক হেনস্তার শিকার হয় এই অভিনেত্রী ।মাইক্রো ব্লপিং সাইট টুইটারে এক জন পান্নুকে উদ্দেশ্য করে লেখেন তাপসি আমি তোমার শরিরের অংশ ভালোবাসি। এই আভিনেতহ্রী জবাব দেয় ওয়াও।আমি তাদের পছন্দ করি।কিন্তু কোন অংশটি তোমার সবচেয়ে প্রিয়।
আমার তো মস্তিস্ক।এমন বুদ্ধিদীপ্ত জবাবের কারনে বলা যায় বলিউড অভিনেত্রী তাপসি পান্নু জানেন কি ভাবে নিজের মতো করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়অসামাজিক যোগাযোগের মাধ্যমে এই পিংক অভিনেএী সব কিছু শেয়ার করন।মনের কথা প্রকাশ করতে দ্বিদা করেন নাকটুক্তিকর জবাব দিতে শিখে গেছেন তিনি।তপসি এমন উওর দেওয়া পারবি টাউনে শুরু হয় জোর আলোচনা।
অনেকে বলেন তাপসি সাহসি উত্তর দিয়েছন অবার অনেকে বলেন তাপসির এই উওরে পর ট্রলারের অবকাশ থাকে না।এর আগে একজন টুইটারে তাপসির উদ্দেশে লিখেছেন বলিউডে সবচেয়ে বাজে চেহারার আভিনেত্রী।আশাকরি তাকে আর দেখতে হবে না দুই তিনটা ছবির পর এমনিতে তিনি বলিউড থেখে বের হয়ে যাবেন।ওই কটুক্তিকর জবাবের জবাব দিয়েছেন তাপসি পান্নু ।
উওরে লিখেছেন কিন্তু তিনটি সিনেমা তো এর মধ্য হয়ে গেছে।মুলক,মনমর্জিয়া ও বদলার নাম উল্লেখ করে তাপসি আরো লিখেন আপনাকে হতাশ করার জন্য দুংখিত ,কিন্তু আমি আরো দুটি সিনেমায় চুক্তি সেরে ফেলেছি।আমার সঙ্গে তো আপনাকে থাকতেই হচ্ছে ।মিশন মঙ্গল সিরোনামে নতুন আরেকটি সিনেমা দেখা যাবে তাপসিকে।এ সিনেমায় আরো অভিনয় করবে অক্ষয় কুমার ,বিদ্যা বালান ,সোনাক্ষী সিনহা,শরমন যোশ ও কৃতী কুলহরি।ভারতে মঙ্গল আভিযানের গল্প নিয়ে এ সিনেমার চিত্রনাট্য রচিত হয়েছে।
No comments:
Post a Comment
md jahirul islam