OK news

সবার আগে সর্ব শেষ সংবাদ জানতে ভিজিট করুন OK news । আমরা সর্বদা আপনার সেবয় নিয়োজিত। সব সময় চাই সঠিক ইনফরমেশন দিতে তাই ভালো কিছু পেতে আমাদের সাথে থাকুন।

Tuesday, December 18, 2018

মেসির জাদুকরি ত্রক রাত MISSI

লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সোলোন আবরো স্প্যানিশ লিগের শীর্ষে উঠে ত্রলো।লিগে এটি তার ৩১ তম হ্যাটট্রিক। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড গত রবিরার রাতে লেভান্তের বিরুদ্বে ৫-০ গোলের জয়ে শুধু নিজেই নয় সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুইটি ।
বর্তমান চ্যাম্পিয়নদের ঠিক পেছনেই আছেন সেভিয়া ও অ্যাটলেঠিকো মাদ্রিদ।উভয় দলি এ রাউন্ডে নিজ নিজ খেলায়া জিতে শিরোপার লরাইয়ে বার্সেলনার সাথে টেক্কা দিয়েছে।চথুত স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
পাচবারের ব্যালন ডি অর জয়ী মেসি ও তার বাসেলোনার সর্তীথ সুয়ারেজ মিলেচলতি লিগে এখন পর্যন্ত ২৫ গোল করেছেন।এবারের লিগে ১৪ ম্যাচ খেলেছেন তিনি।একটিতে নেমেছিলেন বদলি হিসেবে।তার মধ্য মেসের গোল ১৪ টি আর সতীর্থদের দিয়ে করিয়েছে ১০ টি ।গত  মেীসুমে লিগে নিজেদের প্রথম ৩৬ ম্যাচে অপরাজিত থেকে লেভান্তের মাঠে খেলতে নেমে ৫-৪ গোলে হেরেছে বর্সোলনা ।ওই আসরে সেটাই ছিলো তাদের একমাত্র পরাজয় ।গোল উৎসবে প্রতিশোধটা দুর্দান্ত হলো বর্তমান চ্যাম্পিয়ানদের।
এ জয়ে ১৬ খেলা শেষে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ফিরলো কাতালার ক্লাবটি ।সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদে পয়েন্ট সমান ৩১‘ করে। তবে গোল ব্যাবধানে এগিয়ে সেভিয়া ।অপরদিকে ২৯ পয়েন্ট নিয়ে এদের পেছনে আছে রিয়াল।

No comments:

Post a Comment

md jahirul islam