শীর্ষ ধনির তালিকায় রয়েছে দিপিকার নাম
দেশের ধনি ব্যাক্তিদের তালিকায় প্রথম মহিলা হিসেবে জায়গা করে ;নিয়েছে দিপিকা পাড়ুকোন প্রতিবছরের মতো এবার দেশের ধনি ব্যাক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে ফর্বোস ইন্ডিয়া।সেই তালিকা প্রথম পাচের মধ্য জায়গা করেছে দিপিকা ।সিনেমা ও এনর্ডোসমেন্টের সৌজন্যে বর্তমানে তার আয় ১১২.৮ কোটি।চতুর্থ স্থানে রয়েছে তিনি।
১০০ জনের তালিকায় এবছ রয়েছে ১৮ জন মহিলা।গত বছর ছিল ২১ জন মহিলা।দিপিকা ছঅরা ওই তালিকা রয়েছে আলিয়া ভাট,অনুশকা শর্মা,ক্যাটরিনা কাইফ,পিভি সিন্দু সায়না নেহওয়াল প্রমুখ।তালিকার সব থেকে উপরে রয়েছে সালমান খানের নাম।তার আয় ২৫৩.২৫র কোটি।এই নিয়ে তৃতিয় বছর সব থেকে রবশি রোজগার করা রসলিব্রেটি হিসেবে উঠে এসেছে সালমান খানের নাম।দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি।আয় ২২৮.০৯ কোটি। তিন নন্মরে রয়েছে অক্ষয় কুমার ।যার আয় ১৮৫ কোটি।এদিকে গত বছর দ্বিতীয় স্থানে শাহরুখ খান ছিটকে গেছেন যার নাশ ১০ নম্বর স্থান থেকে হয়েছে ১৩ নম্বর। এ বছর তার আয় ৩৩ শতাংশ কমেছে বলে জানা যায়। অর প্রিয়াঙ্কা চোপরা গত বছর ছিলেন সপ্তম স্থানে।
No comments:
Post a Comment
md jahirul islam