|
রানি মুখার্জি |
|
দিপিকা পরুকোন |
প্রতিবছরের শেষে বলিউড তারকাদের একটি রাউন্ড টেবিল হয়। সারা বছরের শীর্ষ সফল তারকাদের সেখানে অংশ নিয়ে তাদের সেই বছরের সিনেমার বিভিন্ন বিষয় শেয়ার করেন ।এ বছরে রাউন্ড টেবিলে ছিলেন দিপিকা পারুকোন ,রানি মুখার্জি,অনুসকা সর্মা তাপসি পান্নু ,টাবু ও আলিয়া ভাট।তাদের পেশাগত ও ব্যাক্তি গত জীবনি নিয়ে কথা বলতে বলতে মি,টু মুভমেন্ট নিয়ে কথা বাতর্অ শুরু হয়।সেখানে দীপিকা ,আনুশকা ,আলিয়া মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলতেই রানি তাদের বিরুদ্বে কথঞা বলেন । রানির দাবি মহিলাদের বেশি সতর্ক থাকা উচিত।দীপিকা সরাসরি রানির দিকে প্রশ্ন ছুরে দিলেন ,আত্নরক্ষার কথা এখানে হচ্ছে না।বিষয়টি যৌন হেনস্তা নিয়ে ,প্রশ্নটা এটাই যে মহিলাদের সঙ্গে এই আচারন করার কথা কোনো পুরুষ ভাবে কেন !সুস্থ মানুষ তো এমনটা ভাবতে পারে না।
No comments:
Post a Comment
md jahirul islam