টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুজেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই ।স্টাসবুর্গের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে তারা ।কুচকির ইনজুরির কারনে এই ম্যাচে তারকা ফরোয়ার্ডে নেইমারকে পাইনি কোচ থমাস টুখেলের দল।প্রথমার্ধ্বে নিজেদের বক্রো থেলো কাহরারের হ্যান্ড বলের কারনে পেনল্টি হজম করতে হয় শিরোপা ধারি দলটি।সেখান থেকে ষ্ট্রাসবুর্গকে এগিয়ে দেয় কেনি লালা। প্রথমার্ধ্বে কড়া ট্যাকলের শিকার হওয়া এমবাপেকে বিরতির সময় মাঠ থেকে তুলে নেয় কোচ।পেনাল্টি থেকে তারা বদলি এডিসন কাভানির গোলে সমতায় ফেরে পিএসজি।তুখেলের শিষ্যদের ১-১ গোলের ড্রতেই বাধ্য করে স্ট্রাসবুর্গ । উল্লেখ ,প্রথম ১৪ ম্যাচে জেতার পর পিএসজির জয়রথ থামে আগের ম্যাচে ।বোর্দোর বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ ব্যাবধানে।
টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুজেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই ।স্টাসবুর্গের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে তারা ।কুচকির ইনজুরির কারনে এই ম্যাচে তারকা ফরোয়ার্ডে নেইমারকে পাইনি কোচ থমাস টুখেলের দল।প্রথমার্ধ্বে নিজেদের বক্রো থেলো কাহরারের হ্যান্ড বলের কারনে পেনল্টি হজম করতে হয় শিরোপা ধারি দলটি।সেখান থেকে ষ্ট্রাসবুর্গকে এগিয়ে দেয় কেনি লালা। প্রথমার্ধ্বে কড়া ট্যাকলের শিকার হওয়া এমবাপেকে বিরতির সময় মাঠ থেকে তুলে নেয় কোচ।পেনাল্টি থেকে তারা বদলি এডিসন কাভানির গোলে সমতায় ফেরে পিএসজি।তুখেলের শিষ্যদের ১-১ গোলের ড্রতেই বাধ্য করে স্ট্রাসবুর্গ । উল্লেখ ,প্রথম ১৪ ম্যাচে জেতার পর পিএসজির জয়রথ থামে আগের ম্যাচে ।বোর্দোর বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ ব্যাবধানে।
No comments:
Post a Comment
md jahirul islam