নাইকা হিসেবে গতকাল ক্যারিয়ারের তৃতীয় ছবি মুক্তি পেল
চিত্রনাইকা পৃজা চেরির ।দহন শিরোনামে ছবিটি প্রায় অর্ধশত হলে মুক্তি দেওয়া হয়েছে।রায়হান রাফির পরিচালনায় দ্বিতীয় বরের মতো সিয়াম -পুজা জুটিকে এই ছবিতে দেখা যাবে।এর আগে ছবিটি মুক্তির দুই তারিক যোষনা করা হলেও শেষ পর্যন্ত মুক্তি পেল ছবিটি।আজ মাল্টিমিডিয়ার ব্যানার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এই ছবিটি প্রসঙ্গে পুজা বলেন ,এক জন দর্শেকের জায়গা থেকে বলি ,আমাদের চলচ্চিত্রের গল্প বদলের যে হাওয়া লেগেছে সেটি আনেক ইতিবাচক ।দহন একটি ভিন্নধাচের গল্প ।গতানুগতির প্রেম বা অ্যাকশন থেকে বের হয়ে দর্শকরা এখানে সমসাময়িক গল্প দেখবে ।নাইকা হিসেবে তৃতীয় ছবি হলোও এর আগে শিশু শিল্পি হিসেবে আভিনয় করে তিনি।সেই প্রসঙ্গে পুজা আরো বলে,শিশু শিল্পি হিসেবে আমি ছবি ও বিঙ্গাপনে আভিনয় করেছি ।সেখান থেকে আনেক দর্শকই হয়তো আমাকে চেনে ।কিন্তু নাইকা হিসেবে ক্যারিয়ার শুরু করাটা চ্যালেনন্জ ছিল।ক্যারিয়ারে কয়েকটি ধাপ আমি দেখেছি ।সেই জায়গা থেকে আভিনয়েয়র জন্য সব কষ্ট আমি করতে পারি।আমি কৃতজ্ঞদ দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহন করেছেন।
চিত্রনাইকা পৃজা চেরির ।দহন শিরোনামে ছবিটি প্রায় অর্ধশত হলে মুক্তি দেওয়া হয়েছে।রায়হান রাফির পরিচালনায় দ্বিতীয় বরের মতো সিয়াম -পুজা জুটিকে এই ছবিতে দেখা যাবে।এর আগে ছবিটি মুক্তির দুই তারিক যোষনা করা হলেও শেষ পর্যন্ত মুক্তি পেল ছবিটি।আজ মাল্টিমিডিয়ার ব্যানার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এই ছবিটি প্রসঙ্গে পুজা বলেন ,এক জন দর্শেকের জায়গা থেকে বলি ,আমাদের চলচ্চিত্রের গল্প বদলের যে হাওয়া লেগেছে সেটি আনেক ইতিবাচক ।দহন একটি ভিন্নধাচের গল্প ।গতানুগতির প্রেম বা অ্যাকশন থেকে বের হয়ে দর্শকরা এখানে সমসাময়িক গল্প দেখবে ।নাইকা হিসেবে তৃতীয় ছবি হলোও এর আগে শিশু শিল্পি হিসেবে আভিনয় করে তিনি।সেই প্রসঙ্গে পুজা আরো বলে,শিশু শিল্পি হিসেবে আমি ছবি ও বিঙ্গাপনে আভিনয় করেছি ।সেখান থেকে আনেক দর্শকই হয়তো আমাকে চেনে ।কিন্তু নাইকা হিসেবে ক্যারিয়ার শুরু করাটা চ্যালেনন্জ ছিল।ক্যারিয়ারে কয়েকটি ধাপ আমি দেখেছি ।সেই জায়গা থেকে আভিনয়েয়র জন্য সব কষ্ট আমি করতে পারি।আমি কৃতজ্ঞদ দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহন করেছেন।
No comments:
Post a Comment
md jahirul islam